দেবীপুর রহমানিয়া মাদরাসায় আপনাকে স্বাগতম।
তানোরে ইসলাম প্রচারে মাদরাসাটির ভুমিকা অপরিসীম।
দেবীপুর রহমানিয়া মাদরাসায় আপনাকে স্বাগতম।
তানোরে ইসলাম প্রচারে মাদরাসাটির ভুমিকা অপরিসীম।
কওমী মাদ্রাসা বাংলাদেশে প্রচলিত প্রধান তিন ধারার মাদ্রাসার মধ্যে একটি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত, দারুল উলুম দেওবন্দের আদর্শ, মূলনীতি ও মত-পথের অনুসরণে অপরটি হচ্ছে আহলে হাদীস অর্থাৎ সালাফি মাসলাকের। মুসলমান জনসাধারণের আর্থিক সহায়তায় আলেমদের মাধ্যমে প্রতিষ্ঠিত ও পরিচালিত ইসলামী শিক্ষাকেন্দ্রকে কওমী মাদ্রাসা বলা হয়। ১৮৬৬ সালে দারুল উলুম দেওবন্দের গোড়াপত্তনের মাধ্যমে এধরনের শিক্ষা পদ্ধতির সূচনা হয়। দারুল উলুম দেওবন্দের অনুসরণে ১৯০১ সালে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে কওমী মাদ্রাসা শিক্ষার সূচনা ঘটে। কওমী মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদীসের সনদকে মাস্টার্স ডিগ্রির সমমান প্রদান আইন, ২০১৮-র মাধ্যমে কওমী মাদ্রাসা শিক্ষাকে সরকারি স্বীকৃতি প্রদান করা হয়। আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসার সর্বোচ্চ কর্তৃপক্ষ। এর অধীনে সরকার স্বীকৃত ছয়টি শিক্ষাবোর্ড আছে। ২০২২ সালে তৎকালিন শিক্ষামন্ত্রী দীপু মনির দেওয়া তথ্যমতে, বাংলাদেশে কওমী মাদ্রাসার সংখ্যা ১৯ হাজার ১৯৯টি।
কওমী ও মাদ্রাসা শব্দদ্বয় আরবি। কওম অর্থ জাতি, গোত্র, সম্প্রদায়, গোষ্ঠী ও জনগণ। কওমী শব্দের অর্থ জাতীয়। মাদ্রাসা অর্থ অধ্যয়নের স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, বিদ্যাপীঠ। মুসলমানদের ধর্ম ও সংস্কৃতি সংক্রান্ত উচ্চশিক্ষাকেন্দ্রকে মাদ্রাসা বলা হয়। সুতরাং কওমী মাদ্রাসা মানে জাতীয় শিক্ষাপ্রতিষ্ঠান। যেহেতু কওমী মাদ্রাসাগুলো সরকারি অনুদানের পরিবর্তে মুসলমানদের দান, সাদকা, ফিতরা, এককালিন দান। জনসাধারণের কল্যাণে পরিচালিত হয়, তাই এই ধারার শিক্ষাপ্রতিষ্ঠানকে কওমী মাদ্রাসা বলা হয়। কওমী মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রির সমমান প্রদান আইন, ২০১৮-তে কওমি মাদ্রাসার সংজ্ঞায় বলা হয়েছে, কওমি মাদ্রাসা অর্থ আহলুস সুন্নাহ ওয়াল জামাআত ও দারুল উলুম দেওবন্দের আদর্শ, মূলনীতি ও মত-পথের অনুসরণে মুসলিম জনসাধারণের আর্থিক সহায়তায় উলামায়ে কেরামের মাধ্যমে প্রতিষ্ঠিত ও পরিচালিত ইলমে ওহির শিক্ষাকেন্দ্র।
মাদরাসায় আপনাদের সকলকে স্বাগতম।
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!